অজানা পথ ধরে
- মহঃ সানারুল মোমিন - -- ২৭-০৪-২০২৪

অজানা পথ ধরে
মহঃ সানারুল মোমিন

সকাল থেকে সন্ধ্যা, এত অল্প সময়-
এবার স্নিগ্ধ শীতল রাঙা বসন্তের পথ ধরে,
মিশে যেতে খুব ইচ্ছে করে,
ফিরে যাওয়া পলাশ শিমূলের দেশে।

যেথায় হাজার শত সুখে-
মাটির পিটিমের আবছা আলোয় লিখা বুকে-
নীরবে জেগে আছে সত্যের কিছু গান-
ইচ্ছে করে,
বারে বারে চিরতরে-
চলে যেতে ব্যস্ত হয় মন প্রাণ।

জন্ম থেকে মৃত্যু,এত অল্প সময়-
সদা ব্যস্ত মন হৃদয়।
খুব ইচ্ছে করে,
রাঙা শ্বেত মেঘেদের পথ ধরে-
চির দিনের তরে-
চলি দিগন্তের পারে- অচিন মোহনার ধারে।
যেথায় বাধাহীন অনন্ত সময়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।